আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ চালের কেজি ১০ টাকা কমানোর কথা বলেছিল: মতিয়া

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,আওয়ামী লীগ কখনো ১০ টাকা কেজি চাল খাওয়াবে একথা বলেনি। আমরা বলেছিলাম চালের বাজার দাম থেকে ১০ টাকা কমাবো। সেই প্রতিশ্র“তি পালনে সক্ষম হয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সময় চালের দাম ছিল প্রায় ৪৫ টাকা। এখন সেটা ৩২ টাকায় নামিয়ে আনা হয়েছে।

অথচ বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে বলছে আমরা নাকি ১০ টাকা সের চাল খাওয়ানোর প্রতিশ্র“তি দিয়েছিলাম। নিউইয়র্ক থেকে নিউজ ওয়ার্ল্ড নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুধবার নিউইয়র্ক সিটির জ্যামাইকাতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, শুধু চালের দাম নয়, সারের দাম থেকে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আওয়ামী লীগের সময় কমেছে। জিনিসের দাম একটু বাড়লেই বিভিন্ন সংবাদপত্র হইচই ফেলে দেয়।

কিন্তু এটা যখন কমানো হয় তখন তারা কোনো কথা বলে না। এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সিন্ডিকেট প্রচারণা চালানো হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.