আমাদের কথা খুঁজে নিন

   

জনগনের আস্তা কেন রাখতে পারেনি ?

সৎ ভাবে বেঁচে থাকা একটি প্রস্ন দেখা দিয়েছে মনে উত্তর পাচ্ছি না, শুদু আমি না আমরা যারা প্রবাসে আছি তাদের অনেকের মনেই এখন এই একই প্রস্ন, বাংলাদেশে কি যুদ্দাপরাধির বিছার ছাড়া আর কোন সমস্যাই নাই যা দাবি করা যায়? নিয়ম অনুযায়ী আমি ছুটি পাই আরও দু মাশ পর কিন্তু আমি শাহাবাগে সরিক হওয়ার জন্য অগ্রিম ছুটি নিতে গিয়ে কি না যামেলা পোহাতে হল আমাকে, শাহাবাগের আন্দোলন দেখে আশান্নিত হয়েছিলাম এ জন্য যে দেশটাতে যে গুম হত্যা, চাদা বাজি, টেন্ডার বাজি, ছাত্রলীগের সন্ত্রাসী, পাহার সমান দুর্নীতি, সরকারের অগনতান্ত্রিক, আচরন, বিরুধি দলের সংসদ বর্জন, জামাত শিবিরের তাণ্ডব, এগুলু সব কিছু মিলিয়ে একটি আন্দোলনের সুনামি হবে, যার তাণ্ডবে উরে যাবে সমাজের সব অপকর্ম, কিন্তু কেন হল না? কেন জনগনের আস্তা দরে রাখতে পারলনা শাহাবাগের আন্দোলন ? প্রথম সপ্তা খানেক সবাই বিশ্বাস করেছিল এটি একটি নিরপক্ষ আন্দলন এখানে সমর্থন না দিলে দেশের সাথে বেইমানি করা হবে,এ জন্য বাংলাদেশের জাতিয় ক্রিকেট দল থেকে শুরু করে সর্বস্তরের জনগন সমর্থন করেছিলো,মানুষের মনে যে যন্ত্রণার আগুন জ্বলছিল রাজনীতি বিদ্দের বিরুদ্দে,সেই আগুনের বহিরপ্রকাশ গটাতেই তো শাহাবাগের সমর্থন,তবে কেন শাহাবাগ এ বাবে হতাশ করল, বিগত বিএনপি সরকারের দুর্নীতির কারনে জনগন আওয়ামীলীগকে বোট দিয়েছে কিন্তু ক্ষমতায় এসে যা করছে তা কোন শুস্ত মস্তিস্কের মানুষ মেনে নিতে পারে না,হাজার হাজার কুটি টাকার দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে ছাত্রলিগ, গুম, খুন নারী নির্যাতন তারতো কোন হিসাবি নেই, আওয়ামীলীগ পন্থি বুদ্দিজিবিদের মুখে এবং শাহাবেগের ব্লগারদের মুখে টিবি টকশোতে বলতে শুনেছি শাহাবাগের আন্দোলনে গুম খুন আর দুর্নীতির বিরুদ্দে দাবী তুল্লে নাকি এটা বিএনপির দাবি হয়ে যাবে, কি অদবুধ যুক্তি, আমার প্রস্ন শেয়ার মার্কেটের হাজার হাজার কুটি টাঁকা কি বিএনপির?এক পদ্দাশেতু কেলেংকারি করে বাংলাদেশের মান সম্মান ধুলোয় মিশিয়েছে কে বিএনপি? হল মার্কের বাংলার ইতিহাসের সবছে রেকর্ড দুর্নীতি কার বিএনপির? ডেস্টিনি , বিসমিল্লা গ্রুপের হাজার হাজার কুটি টাকা নিয়ে গেছে এ গুলু কি বিএনপির টাকা? গুম খুনের শিকার কি শুধু বিএনপি হচ্ছে সাধারন মানুষ হছে না? এ সব কিছুর দাবি যদি শুধু বিএনপি করবে তা হলে জনগনের দাবি কি? যুদ্দাপারিদিদের বিছার অবশ্যই হতে হবে এটা আমাদের রক্তের দাবি, জামাতের হিংস্র রাজনীতি বন্ধ করতে হবে এটা হওয়া উচিত ছিল আমাদের জাতীয় দাবি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হল জামায়াত কে নিয়ে আওয়ামীলীগ, বিএনপি, অতীতেও ভোটের রাজনীতি করেছে এখনও দু দলেই করছে , এগুলু সবাইকে বুজতে হবে,সাধারন জনগনের দারনা গনজাগরন মঞ্চ এখন অনেকটাই আওয়ামীলীগ পন্থি হয়ে গেছে,সাদারন মানুষের আস্তা পিরিয়ে আনতে হলে অবশ্যই এ দাবি গুলু তুলে দরতে হবে, জাতি অনেক কিছু আশা করেছিল এই শাহাবেগের মঞ্চকে কেন্দ্র করে কিন্তু হতাশ হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.