আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে গ্রেনেড হামলায় সম্পূরক অভিযোগপত্র

এতে হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নানসহ আটজনকে অভিযুক্ত করা হয়।
বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি রওনকুল হক চৌধুরী এ অভিযোগপত্র দাখিল করেন।
২০০৪ সালের ৭ অগাস্ট নগরীর গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী প্রাণ হারান। আহত হন দলটির ১৮ নেতাকর্মী।
অল্পের জন্য রক্ষা পান সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।


সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্তরা হলেন: মুফতি আব্দুল হান্নান, মো. শরীফ শাহেদুল আলম ওরফে দীপু, হুমায়ুন কবির ওরফে হিমু, মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল, মফিজুল ইসলাম ওরফে মহিবুল্লাহ, দেলওয়ার হোসেন রিপন, আহসান উল্লাহ ওরফে কাজল ও ফখরুল ইসলাম ফাহিম।
এদের মধ্যে প্রথম ছয়জন আগের অভিযোগপত্রে ছিলেন। শেষ দুজনের নাম নতুন অন্তর্ভুক্ত করা হয়।
২০০৮ সালের ২০ সেপ্টেম্বর সিআইডির পরিদর্শক জুবের আহমদ প্রথম এ মামলার অভিযোগপত্র দেন।
এতে মুফতি হান্নানসহ ছয় জনকে অভিযুক্ত করা হয়।


এরপর রাষ্ট্রপক্ষ মামলাটির পুনঃতদন্তেরর দাবি জানায়।
সিলেটের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এ আবেদন করেন।
আদালত ২০১১ সালের ২ অগাস্ট মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।