স্মার্টফোন তৈরির পরিকল্পনা করেছে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবন্টুর নির্মাতা প্রতিষ্ঠান ক্যানোনিকাল। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি এ জন্য আগামী ৩০ দিনের মধ্যে তিন কোটি ২০ লাখ ডলার সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ অর্থ সংগ্রহ করা সম্ভব হলে ৪০ হাজার স্মার্টফোন সেট তৈরি করবে উবন্টু ডেভেলপাররা।
এ পর্যন্ত উবন্টু যে কয়টি প্রকল্প হাতে নিয়েছিল, সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।
ক্যানোনিকাল জানিয়েছে, স্মার্টফোনটিতে আগে থেকেই উবন্টু ইনস্টল করা থাকবে।
উবন্টুর এ পদক্ষেপ প্রসঙ্গে একজন বাজার গবেষক জানিয়েছেন, যদি প্রতিষ্ঠানটি এ প্রকল্পটি সম্পন্ন করতেও পারে, তবু মোবাইল অপারেটিং সিস্টেমটির বাজারে টিকে থাকা বেশ কঠিন হবে।
ইন্ডিগোগো ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনটির জন্য অর্থ সংগ্রহ করা হবে। যদি অর্থ সংগ্রহ করা যায় তবে ২০১৪ সালের মে মাস নাগাদ সেটটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটির ওএস লিনাক্সভিত্তিক উবন্টু হলেও এতে প্রায় সবরকম সুবিধাই থাকবে। ক্যানোনিকাল জানিয়েছে, এর অপারেটিং সিস্টেম এতই সহজ হবে যে, ফোনটিতে কোনো হোমবাটনেরও প্রয়োজন পড়বে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।