বুধবার সকালে রামু-চৌমুহনী বাস স্টেশনের উত্তর পাশের ওই পেট্রোল পাম্পটির পেছনের একটি গাছ থেকে ঝন্টু বিশ্বাসের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রামু থানার ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ময়নাদতন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ঝন্টু চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরি গ্রামের সুরেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।
অনেকদিন ধরে রামু উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামের ভগ্নিপতির বাড়িতে থেকে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন ঝন্টু।
স্থানীয় বাসিন্দা রতন দেওয়ানজী বলেন, কয়েক বছর আগে ঝন্টু বিশ্বাসের ভাগনে প্রদীপ চৌধুরীও একই স্থানে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।