আমাদের কথা খুঁজে নিন

   

রামুতে পুনর্নির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত রামুর পুনর্নির্মিত বৌদ্ধ বিহারগুলো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রামুতে পৌঁছান। প্রথমে রামু বিমুক্তি ভাবনা কেন্দ্রে গিয়ে বিহার উদ্বোধন করেন তিনি। সেখান থেকে তিনি যান রামু মৈত্রী বিহারে। মৈত্রী বিহার উদ্বোধনের পর যান রামু কেন্দ্রীয় সীমা বিহারে। মোট ১২টি বৌদ্ধ বিহার উদ্বোধন করেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী আরো কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিস্থাপনের পর উখিয়া হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।

বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনা তৃতীয়বারের মতো কক্সবাজার সফর করছেন। এর আগে ২০১১ সালে ৩ এপ্রিল কক্সবাজার সদরে, বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার পর ২০১২ সালের ৮ অক্টোবর রামুতে যান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.