আমাদের কথা খুঁজে নিন

   

মরুভূমিতে একা বেজে চলা টেলিভিশন

স্বজ্ঞা, প্রজ্ঞা আর টালমাটাল অবাস্তব -আকাশ কুসুম স্বপ্নে নির্ধারিত হও তুমি বাকী যা হবে তা চোখের দেখার জন্য , মনের জন্য নয় চোখের জন্য মানে , টেলিভিশনের শক্ত মেদ থলথলে কাঁচের ওধারে এক মূর্খ মাংস-সুন্দরীর নড়াচড়া করা মুখোশের মানি মেশিনের ইস্পাত পেশীর মত মুখোভঙ্গি আর তার সমীপে এক গর্ধভ ভ্যাকুয়াম নায়কের পনিরের মত গলে পড়া ,বাণিজ্য বাজারের গরম হাওয়ায় ; যদিও আদতে তা গরম নয় বরং চরম শীত যেন তোমার পণ্য বহনে ক্লান্ত কাঁধে ঝুলে থাকা এন্টার্টিকা মরুভূমি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।