আমাদের কথা খুঁজে নিন

   

"মরুভূমিতে একা আমি"..

দুঃখের মাঝে জন্ম আমার পাইনি সুখের সাড়া, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা। ...

"মরুভূমিতে একা আমি" তুমি চলে গেলে। আমি হারিয়ে ফেল্লাম নিজের ঠিকানা। ভুলে গেলাম আমার গন্তব্য,কোথায় যেতে হবে আমায়। দু-চোখ ভরে যাচ্ছে জলে।

স্মৃতি বিস্মৃতি সব একাকার। কোথায় যেন যেতে হবে আমায় !.. শেষমেষ নদীতে ভেসে অন্য কোথাও গেলাম চলে। অন্য কোথাও। সেখানে তুমি নেই। আছে নিরাকার শূন্য আকাশ।

... কিভাবে যে ভূল ঠিকানায় পৌছে গেলাম । মনেও পড়ল না আমার গন্তব্য, কোথায় যেতে হবে আমায়। তুমি নেই। অন্য কেউ নেই। যেন অন্তহীন মরুভূমির মধ্যে একা আমি,স্মতিহীন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।