সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. আমি অপেক্ষা করছি ইউকিলিপটাস রজনি পোহাতে পোহাতে পাখিরা ক্লান্ত প্রায় অসময়ের বিদায় ক্রন্দনরত হঠাৎ চলমান যুদ্ধে স্বাধীনতার প্রতিক্ষায় অযাচিত কোন কূপ মধ্যে আটক শেকল শ্রমিক প্রহরে প্রহরে আগুন জন্মে আজন্ম পাপ অভিসম্পাতের বহ্নি শিখায় শেকল বাঁধে যৈনিক অপেক্ষমান দম্পতির সঙ্গম সম ধারাপাত আমি অপেক্ষা করছি অবিরাম অবিরত রাতের নিস্তব্দ পিন পতন নিরবতায় যেমটি অকেজো ল্যাম্পপোষ্ট দাঁড়িয়ে থাকে একাকি অনেকটা রাত নিস্তরঙ্গ অবহেলায় নব্য মাতলের আকুন্ঠপান গালা গাল আবরণহীন পথিকের দুর্দমনীয় আচরন পথভ্রস্ট রাত বাদুরের কুৎসিত যাপন ল্যাম্পপোষ্ট অপেক্ষায় থাকে অবিচল আমি অপেক্ষারত ক্লান্ত প্রায় পথ অকারন অধিকার তার সেই নথ দেখব তাঁর সিঁথির মাঝে লুকানো সেই সিঁদুর আমি অপেক্ষা করছি অনেকদিন --অনেকদুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।