দ্রোহের আগুনে উঠুক জ্বলে স্বপ্নেরা আজ খুব একা চারপাশে স্বপ্নেরা রোজ বিকেলে উঠোনে ছোটে স্বপ্নেরা আজ বিষন্ন জানালায় রোজ সকালেতে তাজা ফুল হয়ে ফোটে । স্বপ্নেরা আজ মেঘেদের বুকে আড়ি স্বপ্নেরা রোজ বৃষ্টির সাথে ঝড়ে স্বপ্নেরা আজ খুব জল জমে চোখে তবুও স্বপ্নে তোমাকেই মনে পড়ে । স্বপ্নেরা আজ রাতের চাদরে ঢাকা স্বপ্নেরা রোজ কতশত জাল বোনে স্বপ্নেরা আজ ভাবে শুধু তোমাকেই আজ স্বপ্নেরা তোমা তরে দিন গোনে । স্বপ্নেরা আজ খুব একা নিরালায় স্বপ্নেরা রোজ পাহাড়েই বাঁধে বাসা স্বপ্নেরা তাই একাই স্বপ্ন আঁকে একা স্বপ্নরা একই সাথে কাঁদা হাসা । স্বপ্নে তোমার রোজ আঁকি মুখছবি স্বপ্নেরা রোজ জলে মোছে সেই মুখ স্বপ্নেরা তাই আঁকে কত জলছবি তোমাকে যে তাই স্বপ্নে দেখেও সুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।