আমাদের কথা খুঁজে নিন

   

রোজ একবার হারাবে

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

ভালবাসাবাসি হল ঢ়ের আজ দুপুরে পাটিতে আয়েষি পা মেলে গালে মাখবো সূর্যের হলুদ রং। এলোচুলে গুজবো দোপাটি হাত সাজাবো মেহেদীর বুক চেড়া রঙ্গে । পায়ের কাছে নিটোল জল আমায় ড়েকে বলবে সোনাবরন কন্যে আমায় তোমার ছায়া দেখো আমি তাকে বলবো তোমায় আমার আর নেই প্রয়োজন এখন আমি তার চোখেই দেখি আমায় রোজ বিকেলে মালা গাঁথবো বিরহে । চোখের কোনে সমুদ্রের আনাগোনায় তোমাকে কাঁপাবো অনিমেষ। আর কাজলমাখা চোখে রোজ একবার হারাবে অচীনদেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।