চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
মাঝি, তুমি প্রতিরাতে আমার স্বপ্নসাগরে ভাস এই রূপে। আমার মনের উথাল দরিয়ায় তুমি ভাসাও তোমার ভেলা। একিই চেনা পথে আস তুমি রোজ। আমার মনের নোঙরে পালহীন ভেলাটি কিছুটা জিরিয়ে নেয় , যতটা সময় তুমি আমার মনের অলিতে গলিতে বিচরণ কর! তোমার মাথায় বাঁধা গামছাটি ভরে থাকে জোনাকীর আলোয়।
মা্ঝি, তুমি যতটা সময় আমার সাথে থাক, আমি ঘুরে বেড়াই স্বর্গ থেকে স্বর্গে। চাঁদের আলোয় পা পেতে আমি ছুটে চলি আকাশের উপরের আকাশে। শুনতে পাই শিশিরের ছন্দের মতো স্বর্গ দেবতার গান। তুমি আছ বলে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।