আমাদের কথা খুঁজে নিন

   

কোনটা আগে? "বাইশে শ্রাবণ" নাকি "নায়ক"?

ধরি না মাছ, ছুঁই না পানি, জানি শুধু বকবকানি ! "বাইশে শ্রাবণ" মুভিতে এক সিরিয়াল কিলারকে খুঁজে বের করার জন্য একজন এক্সপেরিয়েন্সড পুলিশ অফিসারের দরকার হয় । উনি আবার কথাবার্তা ছাড়াই ক্রিমিনাল মেরে ফেলতেন । কাউকে জবাবদিহি করতেন না তাই সাসপেন্ড খেয়ে বাসায় বসে মদ গাঁজা টেনে টাল হয়ে থাকেন । উনি প্রসেনজিত । "বাইশে শ্রাবণ" রিলিজ হয় ২০১১ সালে ।

আর আজ সকালে হরতালের আপডেট জানার জন্য চ্যানেল ঘুরাতে গিয়ে জিটিভি তে চোখ আটকে গেল । এক সিরিয়াল বোমাবাজকে খুঁজে বের করতে একজন অভিজ্ঞ পুলিশ অফিসার দরকার । এমন শুধু একজনই আছেন । উনিও দুরুম দুরুম করে ক্রিমিনাল মারতেন । কিন্তু জবাবদিহি করতে চাইতেন না ।

তাই অভিমানে পদত্যাগ করে গ্রামের বাড়িতে ট্রাক্টর চালান । এ পর্যন্ত দেখার পর কারেন্টটা গেল গা । ছাতা ! এখানে পুলিশ অফিসার "মান্না" । মুভির নাম "নায়ক" । মান্না মারা যায় ২০০৮ সালে ।

তো মুভিটা রিলিজ হইছে তার আগেই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.