প্রেম ভালোবাসার যে আসল ও আদি রূপ কি তার অনুসন্ধান করে গেছেন পৃথিবীর শুরু থেকে এ যাবত পর্যন্ত অগনিত প্রেমিকগন। আল্লাহ প্রেমের প্রেমিকদের কাছে তিনি ছাড়া আর কিছুই লক্ষ্যবস্তু নেই, তাই সময় সময়ে আল্লাহ প্রেমের আশেকগন তাদের বেদনা, আকাঙ্খা, স্তুতি বিভিন্ন ভাবে প্রকাশ করে গেছেন যেমনঃ "মাসনবী" এ রূমী, মনসুর হাল্লাজের "আনাল হক্ব" আরো কত কি! বাংলা ভাষায় রচিত এরকম একটি কবিতার গীতিরূপ হল নিচের এই কবিতাটি। হা'মদে বারীয়ে তা'য়লা - "সব সুন্দরের গোপন যিনি শায়খুল আরব ওয়াল আযম আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব(দা.বা.) এর খলিফা আরেফ বিল্লাহ মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন (দা.বা.) (পীর সাহেব গেন্ডারিয়া) কর্তৃক লিখিত। গীতিকার ও সুরকারঃ মাওলানা রফীকুল ইসলাম। সুরের প্রতি মানবের আকর্ষন আদিম ও সহজাত, কিন্তু প্রকৃত সুরের চর্চা মাত্রাবদ্ধ থাকায় অপসুর সীমাহীন ভাবে সুরের জায়গা বেদখল করে নিয়েছে। সঙ্গীত প্রেমী সকলকে অন্তত একবার শোনার অনুরোধ থাকলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।