আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

চলো হারিয়ে যায় চলতি বছরের জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনসিপিসি) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত শুক্র ও শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে অনুষ্ঠিত এনসিপিসিতে ৬০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮টি দল আংশগ্রহণ করেছে। এবারের এনসিপিসিতে মেয়েদের দল নিয়ে আলাদা প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় ১০টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ছয়টি সমাধান করে শীর্ষস্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ রেজোনেন্স দল। এই দলের সদস্যরা হলেন হাসনাইন, শিপলু হাওলাদার ও আন্না ফারিহা।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট ডুবডুব’ ও ‘বুয়েট ডিনামাইটস’। মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফিলিসিটি’। তারা আটটি সমস্যার মধ্যে ছয়টি সমস্যার সমাধান করেন। এই দলের সদস্যরা হলেন আন্না ফারিহা, কেনাত কাইয়ুম ও ফারজানা শারমিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. লুৎফর রহমান। অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয় টিম সহ অন্যান্য টিমদেরকে। ::সুত্র:: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.