বারবার শুধু ছিটকে পড়ি অশ্লীল কারাগারে প্রথমেই আপনার পত্রিকার সাপ্লিমেন্ট শাখার শেষ পাতায় গণজাগরনের নেতা বাধনের একখান লেখা প্রকাশ করুণ।
ব্যস আপনি যে চ্রম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণজাগরেনর পক্ষের শক্তি এ বিষয়ে নিশ্চিন্ত হইলেন, পাঠকও নিশ্চিন্ত হইল। এইবার ১৪ পাতায় শাহবাগ নিয়ে টোকন ঠাকুরের কবিতা প্রকাশ করুণ
এবার অন্যান্য পাতায় আবহমান বাঙালী চেতনা নিয়ে কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করুণ। ব্যস আপনি যে বাংলাদেশের অকৃত্রিম প্রেমিক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, শাহবাগ গণজাগারণ চেতনার ধারক - সবই প্রমাণিত হইল। কিন্তু আপনি কি এতই বেকুব যে পকেটের টেকা খরচা কইরা চেতনার প্রমান দিবেন.....অত:পর খরচ উঠাইতে ২৪ পাতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর একখনা পুর্ন পাতা বিজ্ঞাপন ছাপালেন।
৩০ বছর ধরে বাঙালীর সেবায় তাদের সাফল্যের গুণকীর্তন করার সুযোগ দিলেন, আবার মুক্তিযুদ্ধের চেতনা প্রকাশ করিতে গিয়া যে খরচ হইল তাহাও উঠিয়া আসিল, আবর উপার্জিত অর্থ দিয়া নানাবিধ সুখাদ্য গ্রহণপূর্বক রজনীতে আরামে নিদ্রাও সম্পন্ন হইল।
প্রত্যুষে কমোডে প্রাতকর্ম সারিতে গিয়া দেখেন আউটগোয়িং নেটওয়ার্ক ক্লিয়ার তাহলে আকর্ণ হাসি দিয়া বাকি দিনটার রুটিন তৈরি করে ফেলুন। আর যদি দেখেন আউটগোয়িং বিজি তাহলে বিএনপি ওরফে ম্যাডামের উদ্দেশ্যে কুতসিত কিছু খিস্তি ঝারুণ। কারণ ওদের কারণেইতো জামাতীরা এদেশে ব্যবসা করে খাচ্ছে, আর ওদের ব্যবসার কিছু অংশ আপনার মতো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পেটে যেয়ে আউটগোয়িং নেটওয়ার্ক বিজি রাখছে...................
ছবির সুত্র: ালের ক্ষেয়া নামক একটা সাপ্লিমেন্ট থেকে নেয়া (১ মার্চ ইস্যু)। যদিও এই নামের পত্রিকার আদৌ কোন অস্তিত্ব শেষ খবর পর্যন্ত পাওয়া যায়নি।
পুরোটাই কাল্পনিক
অ.ট. মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী শক্তি সবসময়ই দাবী করে যে ৭১- এ তাদের ভুমিকা ঠিক ছিল এবং এ বিষয়ে তারা অটল। বিএনপিও যাই বলুকনা কেন তারা জামাতের স্থায় দোসর- এ বিষয়টিও পরিস্কার। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নামে সুশীলদের বড় একটা অংশ আছে যারা দিনে মুক্তিযুদ্ধের কথা বলে রাতে জামাতের বন্দনা করে, এরা মুখে মুক্তিযুদ্ধের ফেনা তুললেও ব্যবসার প্রয়োজনে জামাতীদের পা চাটতেও দেরী করেনা আবার এরাই জামাতীদের প্রতিরোধের জন্য জনগণকে এগিয়ে আসার আহবান জানায়। এখনই সুসময় ৭১ এর ঘাতক দালালদের সাথে সাথে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসায়ীদের প্রতিহত করার.....
জয় বাংলা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।