আমাদের কথা খুঁজে নিন

   

অতএব, আমি সিদ্ধান্তহীন । [প্রমাণিত]



আমি এখন..মমমমম.... ও হে চিনতে পেরেছি । নামটা মনে করতে পারছি না ঠিক, তবে জায়গাটা খুব ভালভাবেই চিনি । কিন্তু আমি.......হ্যা ঠিক তো ! আমি না ঘুমিয়ে ছিলাম ? তবে কি ! ......ওয়াও গ্রেট !!! আমি তাহলে ঠিকই ধরে ছিলাম। না, এটাই যথেষ্ট না । আরো শক্ত প্রমাণ চাই।

আচ্ছা, আমি যদি আমার ঘরে যাই , আর ঘুমন্ত নিজের সামনে দাঁড়াই, তাহলে ? তাহলেই তো হল । ভাল আইডিয়া ! উমমমম......এখান থেকে, আমার বাসা......সোজা গিয়ে বামে , মাত্র মিনিট দশেক এর রাস্তা । (হাঁটতে হাঁটতে) না দৌড়াই , কেউ যদি আবার ঘুম ভাংগিয়ে দেয় ! (একটু পর)কিরে ! শাহেদ ! নাগিব ! তোরা ! ভাল হল । শাহেদ , তোর n71 টা বার কর, আর তোরা সহ আমার একটা ছবি তোল । কুইক, কাজ আছে ।

ওকে । ও,হে, নাগিব তোর মোবাইল টা আমাকে দে তো। পরে নিস, একটু দরকার । থ্যাঙ্কস । আচ্ছা দোস্ত যাই এখন ।

(আরো একটু পরে) এদিক দিয়ে সোজা যাওয়া যায় ঠিক, কিন্তু এদিকে না একটা শর্টকাট আছে ? ও আচ্ছা, বামেই তো মামার বাসা । সোজা ঢুকেই ছাদ দিয়ে ঘুরে নিচে নামলে আরো কম সময় লাগবে । তাই করি, ব্যাটার হবে । (দুই তলাই উঠে) আরে ! ওটা সেজ মামী না ? সেই নুপুরের আওয়াজ, সেই গঠন । চেহারা দেখছি না ঠিক, কিন্তু চিনতে সমস্যা হচ্ছে না একটুও ।

কেমন যেন খোলা চুলে রেগেমেগে তাকিয়ে আছে আমার দিকে । (গা শিরশির করছে) ধুর লাগবে না শর্টকাট, নিচ দিয়েই যাই । (পিছনে ফিরেই) মামী !!! (উপরে দিয়ে দিলাম দৌড়) হুমম ছাদ, ছাদ । এখন , এখন ...... আচ্ছা পাশের দালান টা তো অর্নিবাণ দের । (এক লাফ দিয়েই পাশের দালানে ) বাঁচলাম(আর ঢোক গিল্লাম)।

(দৌড়াতে দৌড়াতে)এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসাই যেতে হবে । (একটু পর) এইতো, এসে গেলাম । সিঁড়ি দিয়ে ওঠা টাই বাকি । (চারতলাই ওঠে দরজার সামনে) ইয়েস্! যাক, নক্ করলেই হল । আচ্ছা , মা আমাকে দেখে অবাক হবে না তো? অবশ্য ব্যাপার না, মা কে বুঝিয়ে বলা যাবে ।

ঘুমানোর আগে এষা খেলছিল, এখনো মোস্ট প্রবাবলি তাই করছে। বাট্, নিজেকে নিজে দেখতে কেমন লাগবে ? উম্......আমি এখন সম্ভবত ডান দিকে পাস ফিরে ঘুমিয়ে আছি , অনেকটা স্প্রিন্টারদের মত পা ছড়িয়ে । কি মজাটাই না হবে এখন ! সন্ধ্যা ও হয়ে এল প্রায়............ (হঠাত ধড়ফড়িয়ে )আমি এখন............উফ্ নো ! ও...নাগিবের মোবাইল টা ; (হুড়মূড় করে হাত দেখলাম) ধুউউউর ! নাই ! দরজাটা নক করলেই তো হতো, ধ্যাত ! (দশ মিনিট বসে থাকলাম বিছানায়, মন খারাপ, খুব খারাপ ) আচ্ছা, ওটা কি শুধু স্বপ্নই ছিল ? ওই যে দৌড়ানোর ডিসিশন টা ! আর, চট্ জলদি শাহেদ কে দিয়ে ছবি তুলিয়ে নেয়াটা ? নাগিব এর মোবাইল নিয়ে রাখা টা(একমাত্র বিশ্বাসযোগ্য প্রমাণ) ? আর স্বপ্ন যদি ভ্রমণপিয়াসু অবচেতন মনের উচ্ছৃঙখল বিচরণ ই হয়,তবে আর দশটা স্বপ্নের মত আংশিক বা পুরোপুরি ভুললাম নাই বা কেন ? কে জানে ! হয়তোবা শুধুই স্বপ্ন ছিল......হয়তোবা । ** ঘটনাটা ৯৯% সত্য। আমার এই স্বপ্নটা পুরোপুরি মনে আছে ।

শুধু স্বপ্ন বলে ১% ছেড়ে দিলাম । আসলে ‘স্বপ্ন’ এর ব্যাপারে আমার একটা ধারণা ছিল, আছে । তার উপর “inception” মুভি টা দেখলাম । এই স্বপ্নটা তারই ফল বলে ধারণা । **উল্লেখ্য,প্রথম নিজেকে যেখানে পেলাম, ওই টা সম্ভবত চকবাজার, চট্টগ্রাম এলাকা ।

ওখান থেকে আমার বাসা ১০ মিনিটের পথ, ঠিক সোজা গিয়ে বামে । আর মামার বাড়িটা কক্সবাজার এ, চারতলা বাড়ি। মানুষ ও থাকে চারজন । ** মামীর ছায়ামূর্তিটা ? ঐটা কেন দেখলাম তা এই লিঙ্ক এ গিয়ে প্রথম অংশ টা পড়লেই বুঝতে পারবেন । এইখানে **ও , শাহেদের মোবাইলটা এখনো চেক করা হয় নি ! কালকেই দেখবো ।

আহ্, যদি থাকে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.