নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। ভালবাসা, ঘাস ফুলের পুনরায় জীবন ভিক্ষা,
রাতের শিশিরের প্রথম বিন্দু,
এক জাঁক জোনাকি, আধারের কানে
সদ্য বলা কোন কথা,
যা তুমিও জান না, আমিও না ।
রাতের যৌবন, আধারের উদর ফুড়ে
ভোরের প্রথম আলোকরশ্মি ।
ভালবাসা মানে, শীতের সকালে আঙিনায়
বসে রোদের আহবান ।
শ্রাবণের প্রথম জলকণা, বসন্তের শেষ বিকেল,
গোধূলির ছায়া, রাতের আকাশ ।
চিলেকোঠার বিছানায় শুয়ে থাকা জোছনা,
খামখেয়ালী যুবকের রাত জাগা ।
ভালবাসা মানে সকালের ঘুম,
ভেজা চুল, অলিক কোন স্পর্শের শিহরণ,
সুখ, আবার সবার অলক্ষ্যে গভীর কোন বেধন ।
জলতরঙ্গে ডোবে যাওয়া নয়,
তরঙ্গের মূর্ছনায় ভেসে থাকা ভেলা,
প্রবহমান নদীর মত ।
বাবুই পাখির বাসার মত ।
ভালবাসা মানে অসীম পথ, অবারিত প্রান্তর,
দুরের বিলে শালুক পাতায় বসা একটি বক,
এক যাক কবুতর, দুটি কাক অথবা বটবৃক্ষ ।
ভালবাসা মানে এক থালা গরম ভাত,
এক গ্লাস জল, হাত পাখার বাতাস,
ময়লা দুই টাকার নোট ।
আর ভালবাসা হচ্ছে একটি সিগারেট।
সবশেষে ভালবাসা আমার এই কবিতা ।
শ্রোতি তারপরও কি তুই বলবি আমি ভালবাসা বোঝিনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।