নয় বছরের হাসিখুশী চঞ্চল একটি ছেলে তার খেলনা নৌকা হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো- সিকিউরিটা গার্ড তাকে লেকে নৌকা চালাতে দেবেনা কেননা ঐ নৌকা চললে লেকের মাছেরা ভয় পাবে।
নোয়াহ্ বেইলি তার রিমোট কন্ট্রোল নৌকা নিয়ে পশ্চিম লন্ডনের চিসউইক বিজনেসপার্কের সামনের লেকে খেলছিলো। দৌঁড় ঝাঁপ নয়, কাউকে ডিস্টার্ব নয়, একমনে লেকের পাড়ে বসে রিমোট হাতে আর লেকের উপর চলছে জার্মান ব্যাট্লশিপ বিসমার্কের মডেল।
কিন্তু বেচারা নোয়াহ্র আনন্দ মাটি করে দিলো সিকিউরিটি গার্ড। নোয়াহ্ কে বলা হল তার রিমোট কন্ট্রোল্ড বোট (খেলনা যুদ্ধ জাহাজ) লেকের পাড়ে ভিড়িয়ে ফেরত নিয়ে যাবার জন্যে।
নোয়াহ্ বাড়ী ফিরে তার গ্র্যান্ডপাকে সব খুলে বললে তিনি রীতিমত আকাশ থেকে পড়লেন। চিজউইক বিজনেস পার্কে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেন। জবাবে সিকিউরিট গার্ড বললো নোয়াহ্ কে লেকে বোট প্লে করা থেকে ব্যান করা হয়েছে কারন তার বোটের কারনে লেকের মাছেরা ভয় পাচ্ছে - it 'frightened the fish.' "ননসেসন্স! খেলনা বোট মাছদের ভয় দেখায়?? হাঁসগুলো পর্যন্ত এই খেলনাকে ওভারটেক করে। " জবাবে গার্ড জানায় যে কিছু মানুষ তাদের খেলনা বোট নিয়ে এখানে আসে তাদের সবাইকে ব্যান করা হয়েছে এমনকি এখন আর লেকে কুকুরদের নামতে দেওয়া হয় না।
লিখিত অভিযোগ করার জন্য ম্যানেজারের নাম জানতে চাওয়া হলে গার্ড বললো সিকিউরিটির কারনে ম্যানেজারের নাম প্রকাশ করা যাবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।