আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... সন্ধান। সব সময় কিছু একটা সন্ধানের চেষ্টা। কি খুজছি আমি নিজেই জানিনা। খুজেঁ কি কিছু পেয়েছি? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি। উত্তরে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নিরব থাকি।
তারপরও আমি একটা সত্যি উপলব্ধি করতে পেরেছি। এ নিয়ে নিজেকে অন্যরকম ভাবি। আর যাদের ভিতর এ সত্যি উপলব্ধির চিহ্ন দেখতে পাই তাদের নিজের বলে ভাবি। আমার এ উপলব্ধি সত্যি টা হলো- সাধারন ভাবে ভাবতে পারায় হলো অসাধারন আর অসাধারন ভাবে ভাবতে পারার নাম হলো সাধারন। ঠিক একই ভাবে সাধারন হয়ে বেচেঁ থাকার নাম হলো অসাধারন আর অসাধারন হয়ে বেচেঁ থাকার নামই সাধারন।
আমার চারপাশে চুখ বুলিয়ে দেখার চেষ্টা করি কারা সাধারন ভাবে বেচেঁ আছে। যাদের দেখতে পাই তাদের মধ্যে আজম খানঁ অন্যতম। তোমরা আমায় হয়তো বলবে এখন আর আজম খাঁন বেঁচে নেই। আমি তা মানবো না। সে খুব সাধারন ভাবে বেচেঁ আছে তাই সে অসাধারন।
তোমরা সেটা বোঝছ্ছো না। তোমরা অভিমানী, তোমরা কিছু বোঝনা!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।