আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার ঐতিহাসিক বিখ্যাত ফালুদা

ভালো। ফালুদা অনেকেই খেয়েছেন। কিন্তু ঢাকার বিখ্যাত ফালুদা খেতে চলে আসুন পুরান ঢাকার শাহসাব বাড়ি বাজারে মতি মিয়ার ফালুদা খেতে। মিষ্টি দই,আঙ্গুর,আপেল,কাজুবাদাম,ছোট গোল মিষ্টি,পেস্তাবাদাম,বরফকুচি,সাগুদানা,প্রচুর ক্রীম ও সিরাপ এবং আরো অনেক কিছুর সমন্বয়ে তৈরি হয় এই ফালুদা। আর তা খেতে প্রতিদিন আগমন ঘটে অসংখ্য মানুষের।

এই ফালুদা খেতে সত্যিই অসাধারন। এই ফালুদা গরমে যেন বয়ে আনে একরাশ প্রশান্তি। । তাই আর দেরি না করে ভোজনরসিক বন্ধুরা চলে আসতে পারেন এর স্বাদ নিতে। আর দামটাও অনেকটা নাগালেরই মধ্যে।

হাফ ৮০ টাকা(যা একজনের জন্য যথেষ্ট)ফুল ১১০টাকা। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত১২টা কখনও ১টা পর্যন্ত। ভাল কথা এই ফালুদা খাওয়ার জন্য কিন্তু সিরিয়াল মেইনটেইন করা লাগে। তাই হাতে কিছুটা সময় নিয়ে বের হবেন। উপভোগ করুন।

ফালুদা অনেকেই খেয়েছেন। কিন্তু ঢাকার বিখ্যাত ফালুদা খেতে চলে আসুন পুরান ঢাকার শাহসাব বাড়ি বাজারে মতি মিয়ার ফালুদা খেতে। মিষ্টি দই,আঙ্গুর,আপেল,কাজুবাদাম,ছোট গোল মিষ্টি,পেস্তাবাদাম,বরফকুচি,সাগুদানা,প্রচুর ক্রীম ও সিরাপ এবং আরো অনেক কিছুর সমন্বয়ে তৈরি হয় এই ফালুদা। আর তা খেতে প্রতিদিন আগমন ঘটে অসংখ্য মানুষের। এই ফালুদা খেতে সত্যিই অসাধারন।

এই ফালুদা গরমে যেন বয়ে আনে একরাশ প্রশান্তি। । তাই আর দেরি না করে ভোজনরসিক বন্ধুরা চলে আসতে পারেন এর স্বাদ নিতে। আর দামটাও অনেকটা নাগালেরই মধ্যে। হাফ ৮০ টাকা(যা একজনের জন্য যথেষ্ট)ফুল ১১০টাকা।

দোকান খোলা থাকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত১২টা কখনও ১টা পর্যন্ত। ভাল কথা এই ফালুদা খাওয়ার জন্য কিন্তু সিরিয়াল মেইনটেইন করা লাগে। তাই হাতে কিছুটা সময় নিয়ে বের হবেন। উপভোগ করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।