বিস্ময় মুছে দিও না... অগোছালো মিতব্যয়ি মিথ্যেবাদীর লাভ বুঝেছি ভাব চিনেছো? ভাব বুঝে নাও এ-অবেলার কার্যকারণ কার অবদান? হিশেব কষে মিথ্যে বলার স্বভাব সয়ে দেখছো কেমন বরফ জীবন! দেখো মেলে মনোযোগের দৃষ্টি নিরুত্তাপ আমাদের শৈথিল্য ও ব্যর্থতা। কাল অথবা পরশু গতোকালকে বলি খুব গোপনে এ রহস্যের সমাধান কি যেনো তেনো। মিথ্যে যেমন সত্য প্রেমী তার আদলে যে বুঝেছে, অস্তিত্বের সাথে সমঝোতা সহজ নয় তোমার নয় আমার নয় সত্য নগ্ন বিপন্ন প্রেম ঐখানেতে কী চমৎকার! সে চমকে জীবন বধ প্রাণ বন্দি ছুড়ির ধারে হৃদয় কাঁটে শিল্পসম্মত। অত্যাচার ও আদর যদি একই হবে তৃষ্ণার অনুভূতিকে বলবো আমার গভীর অসুখ খুব অসুখে যাচ্ছে কেটে আয়ুর জ্বালা ফুলের মালা ফুল প্রেমিকের নিত্য খেলা খেলিনি, বুঝিনি সে মায়ার মেলা আলো-ছায়া, গোধুলি, মরিচিকা- যে বুঝেছে ভাবের ঘরে চুরি বিদ্যা তাকেই মানি ভবগুরু ত্রিকালহারা। আরো কিছু কাল, আরো কিছুটা খুব কি বাড়াবাড়ি? খুব বেশি বাড়াবাড়ি হয় না কেনো তরঙ্গ ঢল আছড়ে পড়লে ক্ষতি কী যখন অস্তিত্বের সাথে সঙ্গী একটা শূন্য। ভাবনাসীমা সুদীর্ঘ পথ অগোছালো এক জীবনে গতির সাথে মিলন দ্বন্দ্ব। ৩০/০৫/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।