আমাদের কথা খুঁজে নিন

   

অগোছালো কথা



আমি আমার প্র্যাক্টিকাল গ্রুপ ‘E’ নিয়ে গর্বিত। যদিও প্রথম বর্ষে পড়ার সময় দ্বিতীয় সেমিস্টারে গ্রুপ পরিবর্তন হওয়ায় প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। কিন্তু এখন আমি সত্যিই গর্বিত যে, আমি ‘E’ গ্রুপের সদস্য। A দিয়ে যদিও ‘Abnormal’ হয় তবুও আমরা নিজেদের ‘Ebnormal’ দাবি করি। এক বন্ধু রফিক পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িত থাকায় তার নাম দেয়া হয়েছে ‘মাল্টি’।

আকিক ও তৌকির কোন এক পরীক্ষায় ০.২৫ ও ০.৫০ পাওয়ায় তাদের নাম হয়ে যায় যথাক্রমে ‘পয়েন্ট টু ফাইভ’ ও ‘পয়েন্ট ফাইভ জিরো’। যদিও দ্বিতীয় জনের নাম বর্তমানে ‘চাপ’। কারণ, সে সবসময় পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে চায়। গ্রুপের সবাই যদি মিরপুরের দিকে ঘুরতে যেতে চাই তাহলে ইসমাইল বলবে, ধানমন্ডির দিকে। আর ধানমন্ডির দিকে যেতে চাইলে সে বলবে মিরপুরের দিকে।

তাই তার নাম ‘ঝামেলা’। শাকিলের কাছে পৃথিবীর সব সমস্যার সমাধান থাকায় তার নাম দেয়া হয়েছে ‘সলিউশন’। ফয়সাল সারাদিন মেয়েদের সাথে আড্ডায় ব্যস্ত থাকে আর রাত্রে চটি বই ও পর্ণো ছবি নিয়ে ব্যস্ত থাকায় তার নাম হয়েছে ‘মাইনাস’। মীজানকে অপরিচিত নাম্বার থেকে ‘পে ফর মি’ কল দিলেই সে কল ব্যাক করে। ভাবে, হয়তবা কোন মেয়ে।

তাই তার নাম দেয়া হয়েছে ‘লার্ভি পিউপা’। নজরুলের টার্গেট প্রথম বিসিএস-এই এএসপি হওয়ার এবং তার কথা হচ্ছে একাডেমিক পড়ালেখায় শুধু হাফ সেকেন্ড দেয়া দরকার। কিন্তু ভবিতব্য এএসপি’র পকেট থেকে যে দিন তার নিজের মোবাইলটা চুরি হয় সেদিন আমরা সিদ্ধান্ত নেই ভবিতব্য এএসপি’র জন্য একটি হলগ্রাম আইডি কার্ড তৈরি করার। যাতে চোরেরা সাবধান হয়ে যায়। যদিও মেয়েদের সাথে আমরা কম কথা বলি তবে রাত্রিতে সব বন্ধুর মোবাইলেই ওয়েটিং পাওয়া যায়।

তবে তা হয় অন্য কোন নেটওয়ার্কে অন্য কোন মেয়ের সাথে। আমার রাগ বেশি হওয়ায় আমাকে সবাই ‘গোখরা’ ডাকে। যদিও নামটা তেমন জনপ্রিয়তা পাচ্ছেনা। আপনারা দোয়া রাখবেন যাতে আমাদের বন্ধুত্বটা চির অটুট থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।