কান্ডহীন প্রকান্ড দেহ নিয়ে তার পথচলা
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল আর সে অমলকান্তি
দু কলমের লেখায় অন্তত কারো বুকে ঠাঁই
আজীবন……………………………….
কিংবা একদিনের জন্য ই হোক
একটি বার তো উচ্চারিত হবে তার নাম…….
……………………………………….
একদিন সে বুনো হাঁস হতে চেয়েছিল
তার অবিরাম স্বাধীনতাকে হিংসে করবে ওরা
আরেকদিন ভেবেছিল দুরন্ত হরিণ হবে
ক্ষুধার্থ কোন বাঘিনীর স্বপ্নে লালিত আর মনে গাঁথা
কিংবা প্রলয়ংকারী ভয়ংকর কোন স্রোত হয়ে
মর্তের বুকে এঁকে দিবে তার আছড়ে পরা ছাপ……।
………………………………………………..
কয়েক শতাব্দি তারা তাকে মনে রাখবে…………।।
………………………………………………।।
একবার সে আগন্তুক হতে চেয়েছিল
সবার কৌতুহলের উর্ধ্বে
অজ্ঞাত কোন অবয়বে তারা মনে রাখুক তাকে.
……………………………………………
পথিক সে আজ
আগন্তুকও
শুধু কারো কৌতুহল নেই তার উপর
অজ্ঞাত তার অবয়ব কেউ মনে রাখে নি……
……………………………………
উপলব্ধিঃ
পথিকদের কেউ মনে রাখে না.।।..।…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।