প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
আমি একেছি কাজল নিপুন,সাজানো টিপ, তোমার মুখের ক্যানভাসে
তুমি দিয়েছ ব্যাথা,হরণ করেছ ভালবাসা,আমার প্রতিটি শ্বাসে
অগোছালো মেয়ে
এই দেখ চেয়ে
আজো আছি ,চেয়ে আছি ,আসবে বলে আমার পাশে
সীমানা পেরিয়ে,রেল জংশন ধরে,সীমাহীন স্বপ্নের কাছে।
অগোছালো মেয়ে
আমি আছি চেয়ে
তোমার প্রতিটি মুহূর্তে,খুব কাছাকাছি,জীবনের পাশাপাশি
যাপিত জীবন,কাটছে ভীষন,আমার দিবা নিশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।