আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে উদ্ধারকৃত ১১টি বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী এখন কক্স-বাজারের সাফারী পার্কে

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। স¤প্রতি শ্রীমঙ্গলে র‌্যাব ও বন-বিভাগের অভিযানে উদ্ধার হওয়া অসংখ্য বন্যপ্রাণীর মধ্যে দেশের বিরল ও বিলুপ্তপ্রায় ১১টি বন্যপ্রাণী এখন কক্স-বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে অবস্থান করছে। বিরল ও বিলুপ্তপ্রায় ১১টি বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি সাদা বাঘ, ৩টি মায়া হরিণ, ২টি উট পাখি, বিরল ২টি বন্য ছাগল, ২টি ইমু পাখির বাচ্চা ও ১টি ভারতীয় ময়ুর। গত মঙ্গলবার বিকাল ৩ টায় এসকল বন্যপ্রাণীকে খাঁচায় পুরে শ্রীমঙ্গল থেকে সাফারী পার্কে প্রেরন করা হয়। উল্লেখ্য, শ্রীমঙ্গলের জালালিয়া রোডের বাসিন্দা মো. আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে সরকারের অনুমতি ব্যতিত বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লালন পালন করে আসছিলেন। গত ২৮ মে শনিবার দুপুরে র‌্যাব ও বন ভিাগের অভিযানে উদ্ধার করা হয় এসব প্রাণীদের। উদ্ধারকৃত প্রায় অর্ধশত প্রজাতর বিভিন্ন প্রাণীগুলোর মধ্যে ছিল ১টি সাদা বাঘ, ৩টি উট পাখি, ২টি বন্য ছাগল, ২টি সিলভার প্রিজন, ৮টি বেগুনী কালেম, ৩০টি বিভিন্ন প্রজাতির হাঁস, ১টি ভোধর, ১টি ইন্ডিয়ান ময়ুর, ৪টি ট্রোগন, ৩টি বানর, ১টি অজগর, ২টি সুতানালী সাপ, ২টি মোজরাজ সাপ, ২টি বসন্ত বৌড়ি, ৯টি টিয়া, ১টি বাজরিগাড় পাখি, ৩টি হিমালয়াম পাম সিমেন্ট, ২টি বাজ পাখি, ৯টি ঘুঘু, ১টি চিত্রা হরিণ, ৫টি ইমু পাখি, ৫টি ময়না, ২টি বসন্ত কুরোল, ৪টি কালিম পাখি, ২টি তোতা, ৬টি বন্য মোড়গ, ৩টি পেঁচা, ১ টি সজারু সহ কয়েক প্রজাতির পাখি ও কবুতর। এদের মধ্যে এ পর্যন্ত ২১ প্রজাতির ৭০ টি বন্যপ্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সর্বশেষ গত শনিবার ৫ প্রজাতির ১১ টি বিরল ও বিলুপ্তপ্রায় প্রাণীকে সাফারী পার্কে প্রেরন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.