আমাদের কথা খুঁজে নিন

   

চালককে খুন করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চারজন হলেন নিজাম উদ্দিন (৩০), আবদুল কাইয়ুম (২৫), জয়নাল আবেদিন (৪৫) ও মো. নেজাম উদ্দিন (৩২)।
বুধবার রাতে নগরীর মহল মার্কেট এলাকায় এবং বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেয়া কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর মিরপুরের ড্যাকো ফ্যাশন ও ড্যাকো অ্যপারেলস নামের দুটি কারখানার ৩৩৬ রোল কাপড় নিয়ে ২০ জুলাই চট্টগ্রাম থেকে কভার্ড ভ্যানটি ঢাকা যাচ্ছিল।
পথে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মাঝামাঝি এলাকায় ডাকাত দল কর্ভাড ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। ডাকাত দল ভ্যানচালক মনোয়ার হোসেনকে (২৮) হত্যা করে চট্টগ্রামের সাতকানিয়ায় লাশ ফেলে যায় বলে জানান এসআই নেজাম।


তিনি বলেন, গামছা পেঁচিয়ে চালককে হত্যা করে। পরে লোহাগাড়া উপজেলায় খালি কভার্ডভ্যানটি ফেলে মালামাল পালিয়ে যায় ডাকাতরা।
চালক হত্যার ঘটনায় সাতকানিয়া থানার পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করে। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতা চায় সাতকানিয়া থানা।
প্রায় এক কোটি টাকা মূল্যের কাপড় খোয়া যাওয়ায় বিজিএমইএ এর পক্ষ থেকেও পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।


এসআই নেজাম জানান, বড় দীঘির পাড় এলাকায় ডাকাত দলের সদস্য নিজাম উদ্দিনের বাসা থেকে ডাকাতির ৭০ শতাংশ কাপড়সহ নিজামও কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুসারে নগরীর কোতোয়ালী থানাধীন মহল মার্কেটের সামনে থেকে আরেকটি ছোট কভার্ড ভ্যানে থাকা বাকি ৩০ শতাংশ কাপড়সহ বুধবার রাতে জয়নাল ও নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই নেজাম জানান, গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কভার্ড ভ্যান চালককে হত্যার বিষয়টি স্বীকার করেছে। এই চক্রে আরও কয়েকজন সদস্য আছে বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।
এরআগে গত সোমবার নগরীর কদমতলি এলাকার একটি হোটেল থেকে কভার্ড ভ্যান ছিনতাইকারী চক্রের আর একটি চক্রের ১০জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.