আমাদের কথা খুঁজে নিন

   

চালককে খুন করে গাড়ি ছিনতাই

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার ব্রাহ্মণহাট এলাকা থেকে ওই প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চালক জসিম উদ্দিন (৩২) সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে।
রাউজান থানার ওসি আব্বাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন যুবক চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় যাবে বলে প্রাইভেটকারটি ভাড়া করেন। রাতে গাড়ি ফেরত নিয়ে আসার কথা বললেও আর ফিরে আসেনি।
ওসি জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই চালকের লাশ চট্টগ্রাম-ক্প্তাই সড়কের ব্রাহ্মণহাট নামক স্থান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.