শনিবার দিবাগত রাতে যাত্রী সেজে রাজনগরে চালককে অজ্ঞান করে একটি সিএনজি ছিনতাই করেছে একদল দূর্বৃত্ত্ব।
সংশ্লিষ্ট সূত্র জানয়, রাজনগর উপজেলা বাজার সিএনজি স্টেশন থেকে ছিক্কা গ্রামের ওয়াছির উল্লার ছেলে চালক মহসিন মিয়ার সিএনজি (নং মৌলভীবাজার-থ-১১-৬৯৬৭) নিয়ে ৪ যুবক শনিবার বিকালে উপজেলার চাউরউলি গ্রামে কবিরাজের বাড়িতে যায় । সেখান থেকে যুবকরা বের হয়ে লংলা চা বাগান এলাকার মন্দিরে পূঁজা দেখার কথা বলে নিয়ে যায়। লংলা চা বাগানের নোয়াটিলা এলাকায় একটি বাড়িতে অবস্থান করার সময় ওই যুবকরা তাকে কেক ও জুস খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে স্থাণীয় পূজা মন্ডপের কাছে তাকে ফেলে সিএনজি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্বরা।
এদিকে স্থানীয় চা শ্রমিকরা মহসিনের বাড়ির খোজ নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে কুলাউড়া পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মেৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে আজ সকালে গাড়ির মালিক আহাদ মিয়া কুলাউড়া থানায় ১টি সাধারণ ডায়রি করেছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাসানুজ্জামান জিডির সত্যতা স্বীকার করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।