সিরাজগঞ্জের তাড়াশে শ্রী নয়ন সরকার (২২) নামে এক মটর সাইকেল চালককে ছিনতাইকারীরা শ্বাসরোধে হত্যা করেছে। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের শ্রী নীরেন সরকারের ছেলে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার কহিত ওয়াপদা বাঁধ এলাকায় এ ঘটণা ঘটে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, নয়ন ভাড়ায় মটর সাইকেল চালাতো। সন্ধ্যার পর উপজেলা সদর থেকে বারুহাস যাবার কথা বলে দুই জন তার মোটর সাইকেলে ওঠে।
পথে ওয়াপদা বাঁধ এলাকায় পৌঁছলে তারা নয়নকে শ্বাসরোধে হত্যা করে মটর সাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে ছিনতাইকারীরা নয়নকে ধাক্কা দিয়ে ফেলে মটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থল থেকে আধা কিঃমিঃ দুরে কহিত খেলার মাঠে তারা মটর সাইকেলটি রেখে পালিয়ে যায়। মটরসাইকেল চালক নয়নকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মধুসদন সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে মামলা করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।