বুধবার গভীর রাতে শহরের বিসিক শিল্পনগরী থেকে অটোরিকশাসহ ইসলামপুরের দরিয়াবাদ এলাকার দুলাল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (৩০), ভেলু মণ্ডলের ছেলে মো. শাহীন (২৬) ও পচাবহলা গ্রামের আব্দুল করিমের ছেলে আলালকে (২৬) আটক করা হয় বলে জানায় পুলিশ।
নিহত অটোরিকশা চালক হারুন অর রশীদ (৪৫) শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে।
ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, বুধবার রাতে হারুন অর রশীদকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার সকালে ইসলামপুরের ফকিরপাড়া এলাকার পাগলার মাজারের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে তার হাত-পা, মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গভীররাতে জামালপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে একটি অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া অটোরিকশাটি ইসলামপুরে খুন হওয়া হারুন অর রশীদের বলেও জানান তিনি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।