আমাদের কথা খুঁজে নিন

   

বীভৎস

A passionate writer বীভৎস - হোসাইন আব্দুল হাই উৎকট বাজে গন্ধটা এখনও চারিদিকে বাতাসের সাথে যেন নাসারন্ধ্রের গভীরে বাসা বেধেছে, অন্যসময় হয়তোবা চূড়ান্ত ঘৃণায় থু থু করতে করতে নাড়িভুড়ি খিঁচে বমি আসতো, অথচ এখন এই বিদঘুটে বাজে দুর্গন্ধটা যেন কত প্রিয় হয়ে গেছে যেন কস্তুরির সুগন্ধি, কত চেনা ভালোবাসা দীর্ঘদিনের লালায়িত অপার সাধনার প্রাপ্তি। আসলে এ-ই বীভৎস মন এক সময় যাকে দূর দূর করে খেদিয়ে তাড়িয়ে দেয় দশ হাত দূরে থেকেই এড়িয়ে যায় ছায়া মাড়াতেও গা ঘিন ঘিন করে, তাকেই আবার কাছে টেনে আপন করে নেয় আদর করে ভালোবেসে মমতায় ভরিয়ে দেয় করে হৃদয়ের একান্ত সঙ্গী। বন, জার্মানি, ১৪ মে ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.