আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছেলের বীভৎস কাহিনী ..............

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

সবার কাছে বিশেষ অনুরোধ .... পোস্ট টা পুরা পড়বেন........ ঘটনাটা খুব কঠিন এবং ১০০% সত্য ....... ছেলেটা একটা সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠে ... তবে প্রথম থেকেই একটু রোগা টাইপের ..। কঠিন কাজ তার দ্বারা সম্ভব নয় .. তাই পরিবারের সবাই তার লেখাপড়ার প্রতি যথেষ্ঠ সচেতন ও উৎসাহ দেখিয়ে থাকে..। সে নিজেও স্কুল কলেজে সব সময় সেরা ছাত্র হয়ে লেখাপড়া শেষ করেছে ..তার অনেক গুলো ১ম প্রাইজ ও রয়েছে । তবে বোর্ড পরীক্ষাতে তার S.S.C ও H.S.C দুটা রেজাল্টই খারাপ হয়.. । কারণ সে সারা জীবন পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে ..।

তার ইচ্ছে ছিল অনার্স না করে কোন বেসরকারি ইউনিভার্সিটিতে BBA ভর্তি হবার ..। কিন্তু তার ফ্যামিলির মাতব্বর বড় চাচা ও তার ছোট ছেলে তাকে এই বিষয়ে ভর্তি হতে দেয় না..। ফলে সে বাধ্য হয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয় ২০০৮-২০০৯ সালের সেশনে । কিন্তু ২০১০ সাল চলে যাচ্ছে তবুও সে ফার্স্ট ইয়ার এর ফাইনাল পরীক্ষায় দিতে পারেনি .কারণ এখনও তার পরীক্ষাই অনুষ্ঠিত হয় নি। সে কবে সেকেন্ড ইয়ারে উঠবে জানা নেই ..।

আর পরিবার থেকে জীবনে প্রথম তার সিদ্ধান্তের অবমাননা ও তার ইচ্ছে টাকে গলা টিপে মেরে ফেলায় সে খুব হতাশ ও একাকী থাকতো .. এমন কি সে আত্মহত্যার কথাও ভাবতে শুরু করে..। এই কারণে সে দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছিল ... তাই তাকে বাঁচানোর জন্য আবার তাকে সুযোগ দেয়া হয়েছে..... তার পছন্দের সাবজেক্ট এ... এখন সে একটি নাম করা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই ... BA (Hons) Media and Communication এই সবজেক্ট এ .... (Journalism, Film-Video and TV Production, Advertising and Development Communication.) যেখানে এই বিষয়ের উপর সাধারণত পড়তে হয়... এখন আপনাদের কাছে এই সাবজেক্ট বিষয়ে সে কিছু তথ্য চায় .. বর্তমান সময়ের সাথে এই সাবজেক্ট কত টা উপযোগী.....??? দয়া করে এই বিষয়ে একটু সাজেশন দিবেন..... উল্লেখ্য ছেলেটা খুব ক্রিয়েটিভ মাইন্ডের ..... ছবি তোলা বা অন্যান্য ডিজাইন বিষয়ে অনেক ভাল মস্তিস্কের অধিকারী....।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.