আমাদের কথা খুঁজে নিন

   

বীভৎস চোয়াল

শঙ্খপাপ আমার

বীভৎস চোয়াল আমার সহোদর গিলছে আমার নরম, লকলকা কলজেটা- গরম গরম উদ্বায়ী মন পুড়ে যাচ্ছে ক্যাম্ফায়ারের সর্তক আগুনে তার আজ বনভোজন; সহোদর তৃপ্তির ঢেকুর তুলে আর আমি - ক্রমশ - বিলিন হয়ে যাই নালিকা বেয়ে তার পেটে- তার কলজেটার পাশে পাঠিপাতার বনে ডাহুকের অভয়াশ্রম; তাই আমার সহোদরের চোয়ালে লেগে থাকে রামধনু রক্ত; তৃষিত। খন্তির মহানুভবতা ইদানীং খন্তিটা পেলে হাঁটুর কাছটায় ছ্যাঁক দিয়ে নিই, হৃদপিন্ডটাকে টেনে, মুঁচড়ে বের করে এনে বলি, 'যা, লীলাখেলা কর,' রঙ্গ দেখতে দেখতে লীলাখেলার কার্যপ্রণালী ভুলে গেছি। এক সেন্ট এক সেন্টের এপাশে কিসের ছবি জানেন? বহুরূপী ম্যাপল বৃক্ষের সজাগ প্রতিচ্ছবি; অন্য পিঠে মহারাণী এলিজাবেথের আধুনিক দাসত্বপ্রতিমূর্তির বিষণ্ণতা। এক সেন্ট দিয়ে আমরা লেম্নঞ্চুস খরিদ করি- চুষে চুষে খাই; আমাদেরও। ১৩/১২/২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.