আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল সেই প্রিয় গ্রাম,যেখানে শৈশব-কৈশরের মধুর স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেরে।প্রিয় বলেশ্বর নদী; আর সেই প্রিয় নদীটির স্বপ্নজাগানিয়া ঢেউ আমি কি আর কোন দিন দেখতে পারবনা! আমি আমার প্রিয় গ্রামকে ভালবাসি:আমি আবারও বলেশ্বরের তীরে দাড়িয়ে দখিনা বাতাসের মুক্ত সংগীতের সুর শুনতে চাই। আমি আমার যৌবনের প্রিয় নদীর চরে দাড়িয়ে জেলে-বাওযালিদের পাল তোলা নৌকা বেয়ে চলা দেখতে চাই।আমি আমার স্কুল জীবনের সেই কর্দমাক্ত মেঠো পথ ধরে শিমিরভেজা ঘাসের উপর দিয়ে কালি পায়ে হেটে যেতে চাই। আমি আমার মায়ের বুকে ফিরে যেতে চাই।আমি আমার মাটির কাছে ফিরে যেতে চাই;আমি আমার স্বপ্নের কাছে ফিরে যেতে চাই।আমি আমার সোনার কাছে ফিরে যেতে চাই। অথচ আধুনিক এই সভ্য সময়ে অসভ্য সময়ের মত জানোয়াররা আমার সেই স্বপ্নের গ্রামটিকে আমার জন্য বিদেশ বানিয়ে রেখেছে। আমি কোনদিন কল্পনা করতে পারিণি আমার শৈশবের প্রিয় গ্রাম;আমার জন্য বিদেশ হয়ে যাবে আমার প্রিয় গ্রামটি সুদীর্ঘ্য সময়ের জন্য আমাকে বিচ্ছিন্ন করে রাখবে আমারগ্রামে আমি স্বাধীনভাবে হাটতে পারবনা ;গলা ছেড়ে গান গাইথে পারবনা ,মাকে মা বলে ডাকতে পারবনা এ কোন প্রতিহিংসা আমি এর বিচার চাই আমি আমার মাটির কাছে আমার শেকড়ের কাছে ফিরে যেতে চাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।