ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। দেশে প্রতিদিন ধূমপানে ৪০ কোটি টাকা ব্যয়ের তথ্য তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় স্বাস্থ্যহানিকর বিড়ি-সিগারেটের ওপর কর আরো বাড়াতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই মতবিনিময় সভা আয়োজন করে তামাকবিরোধী নারী জোট। ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিড্্স'র সহযোগিতায় আয়োজিত এ সভায় ছয় জন নারী সংসদ সদস্য অংশ নেন।
বক্তারা বলেন, তামাকের পেছনে অর্থ ব্যয়ের পাশাপাশি হার্ট অ্যাটাক ও ক্যানসারের ঝুঁকিও বাড়ে।
এসব বিষয় বিবেচনায় এনে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের ওপর কর বাড়াতে হবে।
৭ হাজার মানুষের ওপর চালানো এক গবেষণার তথ্য তুলে ধরে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হাসিনা বানু বলেন, "বাংলাদেশে ৪ কোটি মানুষ ধূমপান করে এবং প্রতিদিন তারা গড়ে ১০ টাকা করে খরচ করে। এভাবে সিগারেটের পেছনে দৈনিক ৪০ কোটি টাকা করে খরচ হচ্ছে। "
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম বলেন, "তামাক মানুষকে হত্যা করে। ডাকাত সন্ত্রাসীরাও মানুষকে হত্যা করে।
এখন যদি ডাকাত ও সন্ত্রাসীদের বিচারের বিধান থাকে। তাহলে তামাক চাষে জড়িতদের শাস্তির বিধান থাকবে না কেন?"
তামাকে সঙ্গে যুক্তদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। একই কথা বলেন সংসদ সদস্য মমতাজ বেগমও।
ডা. হাসিনা বলেন, "ধূমপানের কারণে রক্তনালী সঙ্কুচিত হয়ে যায়। আর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
ক্যানসার-হার্ট অ্যাটাকের মতো রোগগুলো সিগারেটের কারণে হয়ে থাকে। এর প্রতিরোধের উদ্যোগ না নিলে চরম মূল্য দিতে হবে। "
তামাকের ব্যবসায় জড়িতরা অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে পেরে উঠা কষ্টকর। তবে সম্মিলিতভাবে এগিয়ে গেলে এটা সম্ভব হতে পারে।
ফরিদা আখতারের পরিচালনায় এ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য সুফিয়া খাতুন, খাদিজা খাতুন শেফালী, রওশন জাহান সাথী, ফরিদা আখতার হিরা ও শেফালী বেগম প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।