আমাদের কথা খুঁজে নিন

   

‘ধূমপানে বিষ পান’—



‘ধূমপানে বিষ পান’—কথাটি সবারই জানা। কিন্তু অজানা হলো কী পরিমাণ এবং কত দিন ধূমপান করলে এই বিষে ধূমপায়ীর শরীরে প্রতিক্রিয়ার শুরু হয়। অনেকইে হয়তো ভাবছেন, দু-একটা সিগারেট টানলে এমন কী আর ক্ষতি! ধূমপানের ক্ষতিকর প্রতিক্রিয়া বুঝি দীর্ঘ মেয়াদেই হয়! তবে সব ধূমপায়ীর জন্য বিপদসংকেত দিয়েছে একদল মার্কিন গবেষক। গবেষকদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ধূমপানের ক্ষতির সময়সীমা নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রথম সিগারেট খাওয়ার মাত্র ১৫-৩০ মিনিটের মধ্যেই এটি মানুষের জিনে বাসা বাঁধে। গবেষকেরা বলছেন, সিগারেটের যে রাসায়নিক পদার্থ ক্যানসারের জন্ম দেয়, ধূমপান করার মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই তা মানবদেহে কাজ শুরু করে।

ধূমপানবিরোধী আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ ক্ষুদ্র পর্যায়ে পরিচালিত এই গবেষণার ফলাফলকে ধূমপায়ীদের জন্য একটা বড় ধরনের বিপদসংকেত বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের অর্থায়নে ১২ জন ধূমপায়ীর ওপর এই গবেষণা করা হয়। গবেষণায় সিগারেটের রাসায়নিক পদার্থের সঙ্গে ক্যানসারের সম্পর্ক উদঘাটন করা হয়েছে। গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন হিসেট বলেন, এটি একটি স্বতন্ত্র গবেষণা। এই গবেষণায় প্রথমবারের মতো ধূমপানের ক্ষতির সময়সীমা উদঘাটন করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.