আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপানে মস্তিষ্কের ‘কার্যক্ষমতা কমে’ (একটু আড়ালে দেখুন)

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধূমপানের ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি, শিক্ষণ ও কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা কমে যায় বলে জানিয়েছেন একদল ব্রিটিশ গবেষক। লন্ডনের কিংস কলেজের গবেষকরা পঞ্চাশোর্ধ ৮ হাজার ৮০০ জন মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন। ধূমপানের পাশাপাশি উচ্চ রক্ত চাপ ও অতিরিক্ত ওজনও মস্তিকের কার্যক্ষমতার ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জীবনাচরণ সঠিক না হলে তা দেহমনে ক্ষতিকর প্রভাব ফেলে। পরীক্ষায় খারাপ ফল করার সঙ্গে ধূমপানের যোগ আছে বলে মত দিয়েছেন গবেষকরা।

আর মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার সঙ্গে ব্যক্তির হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মারাত্মক ঝুঁকিরও আশঙ্কা আছে বলে জানিয়েছেন তারা। যুক্তরাজ্যের ‘এইজ এন্ড এইজিং’ নামক সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি পরিচালনার জন্য পঞ্চাশোর্ধ্ব একদল মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর তাদের মস্তিস্কের কার্যক্ষমতা নিরীক্ষণের জন্য নতুন শব্দ শেখা এবং তারা একেকজন এক মিনিটে কতগুলো প্রাণীর নাম মনে করতে পারে তার হিসাব রাখেন গবেষকরা। এভাবে চারবছর এবং পরে আটবছর পর আবারো একই নিরীক্ষার মাধ্যমে তাদের জীবনযাত্রার ভিত্তিতে মস্তিস্কের কার্যক্ষমতা যাচাই করেন তারা।

আরো দেখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.