আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা একাডেমীর আঞ্চলিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি হয়। গত শনিবার শ্রীমঙ্গলে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হলরুমে অনুষ্ঠিত বাংলা একেিডমী কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো. আব্দুস শহিদ এমপি।
শনিবার বিকেল ৪ টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহা-পরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। এসময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই।
পরে বিকেল ৫ টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এসময় প্রাচীন ও মধ্যযুগিয় সিলেটি সাহিত্যচর্যা বিষয়ক এক আলোচনা সভায় অধ্যাপক জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল হাসান লজু, ড. মোস্তাক আহমদ দীন ও ড. এস.এ মোতাকাব্বির।
আলোচনা সভা শেষে এক সংগীত সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে সিলেটের বিখ্যাত কবি গীতিকার হাসন রাজা, রাধারমণ, হেমাঙ্গ বিশ্বাস ও শাহ-আব্দুল করিমের গান পরিবেশন করা হয়।
রোববার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি হয়। সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকাল ১০ টায় শুরু হয় সম্মেলনের দ্বিতীয অধিবেশন। এসময় সিলেটের আধুনিক সাহিত্য এবং সিলেটি নাগরীলিপি ও সাহিত্য বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ছাদিক। মূখ্য আলোচক ছিলেন অধ্য রসময় মোহান্ত।
অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আকমল হোসেন নিপু ও ড. শোয়াইব জিবরান। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
সম্মেলনের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় রোববার বিকেল ৪ টায়। এসময় সিলেটের ুদ্র জাতিসত্তা ও তাদের সাহিত্য বিষয়ক আলোচনা সভায় বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন মাহফুজুর রহমান। আলোচনায় অংশ নেন এ.এক শেরাম, অধ্যাপক রনজিৎ সিংহ, হাম্মম তনু বাবু, জালাল আহমেদ ও সুভাশিস সিন্হা।
অনুষ্ঠানের এক পর্যায়ে চিফ হুইপ উপাধ্য আব্দুস শহিদের সম্বর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।