আমাদের কথা খুঁজে নিন

   

আবারো অ্যানথ্রাক্স ৭ রোগী শনাক্ত

আবারো প্রায় ৭ জন অ্যানথ্যাক্স রোগে আক্রান্ত রোগী ধরা পড়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় । গত ২১ শে মে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামের চাদ আলীর একটি ছাগল অসুস্থ হলে সেটি জবাই করে গ্রামে মাংস ভাগাভাগি করে নেয়া হয় এবং যারা এ মাংস কাটাকাটি ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল তাদের মধ্যে ৩ জন সহ আরো ৪ জন এই রোগে আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন নিজাম উদ্দিন আরও জানান, আক্রান্ত এলাকার গবাদিপশুগুলোকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। গরু বা ছাগল যেটারই মাংস খাওয়া হোকনা কেন তা যাচাই বাছাই করে খাওয়া দরকার এবং অসুস্থ কোন গরু, ছাগল, ভেড়া, মহিষ বাজারে একদম বিক্রি বন্ধ করতে হবে। তারপরেও সবাইকে সাবধান থাকতে হবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।