ম্যারিনা নাসরীন (সীমা) দিনান্তের শুরুতেই ঠোঁট পুড়ে গেল গরম চায়ে ভূতুড়ে বিদ্যুৎ বিল এ কয়েক অংকের ঘর তেলনুনের বাজার আর টেলিফোন বিল এ সর্ষে ফুল উজবুক বাড়িওয়ালা ধরিয়ে দিয়েছে আর এক খানি বাড়তি পাতা এন্সাইক্লোপেডিয়ার বাকি খণ্ডটাও হাতের কাছে চালাক সময়ে মূর্খতার বাতিক । সামনের গলির সরলার ঘরে নাকি আজ বাহাস বসেছে পুরুষে পুরুষে ধুন্ধুমার আর নারী পুরুষে উন্মাতাল কবিতারা আজ আর মাত্রা মানে না আমি কোন সাধু সন্যাসি ? শ্রেষ্ঠত্তের প্রমান দিতে আমিও যাব সরলার বাড়ি । অকস্মাৎ মনে হল তোমার আজ মিসকল আসেনি মিসকলেও আজকাল ভ্যাট বসাল নাকি ? তোমার অনেক কথা আনকোট করেছি ওগুলো আমার হয়ে থাক বাজার গরম , বসিয়ে দেব কোথাও সময় বুঝে কবিতারা আজ আর মাত্রা মানে না আমি কোন সাধু সন্যাসি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।