অন্তু ভাবে সন্তু বোকা
সন্তু ভাবে অন্তু ,
দু'জনাকে বোকা ভাবে
অংক কষে মন্তু।
অঞ্জু ভাবে চালাক আমি
সঞ্জু বাবে সঞ্জু ,
দু'জনাকেই গাধা ডাকে
চালাক ছেলে মঞ্জু।
মন্তু ভাবে মঞ্জু চালাক
মঞ্জু ভাবে মন্তু,
ভাবের ভাবে দুই চালাকে
হয়েই গেল বন্ধু।
ক'দিন পর ভেবে ভেবে
মঞ্জু বলে দেখছি এ কী !
মন্তু ব্যাটা-মাথামোটা
আমড়া কাঠের আস্ত ঢেঁকী।
মন্তু হিসাব কষছে যত
হচ্ছে তার দু'চোখ গোল,
মঞ্জু ব্যাটা চালাক কোথায়-
হদ্দ বোকা রামছাগল।
আমিই চালাক, সব বোকারা
বাঁধায় শুধু গন্ডগোল,
আমড়া কাঠের ঢেঁকির তালে
গজল গায় রামছাগল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।