নৈঃশব্দের মাঝে যে সঙ্গীত আমি তা খুউব ভালবাসি। ভালবাসার মানুষদের মতোন নৈঃশব্দরাও বেশ পালিয়ে বেড়ায় পাওনাদারের চাতুর্যে। রমনের বিক্ষিপ্ত আর্তির মতোন হঠাৎ সবাক-শীৎকার (এখানে নৈঃশব্দের নিশ্চিত অবমাননা) চিরে নেবে শব্দ-চ্ছদ। ব্যাতিহার কোলাহল একসময় নিশ্চিত মিশে যাবে নৈঃশব্দের ন্যুন নম্রতায়...... কান পেতে শোনো – সময়ঃ এগারোটা উনষাট মিনিট এখন। সাইক্লোনের ঠিক কেন্দ্রে নাকি জল, সাটিনের পর্দা হয়ে ভাসে ? বুকের সাইক্লোনে তবে কি মধ্যরাতে বাজবে ক্লারিওনেট ? ঝিম-ধরা-দুপুর আমি দারুন ভালবাসি, এবং নিঝুম-রাত-দুপুর। আঁধারের আততায়ীদের সচরাচর শাব্দিক আকাশ দ্যাখার সুযোগ মেলেনা বলে নৈঃশব্দ তোমায় ধন্যবাদ ! পুনশ্চঃ শব্দই সৃষ্টির আদি উৎস। সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।