বাংলাদেশ বিশেষ কোনো নৈঃশব্দের দেশ নয়। এখানে সবচেয়ে সুলভে যা মেলে তা হল শব্দ। পদার্থবিজ্ঞানীয় অর্থে শব্দ। রাজনৈতিক হুংকার অর্থে শব্দ। প্রতিশ্রুতির বাকোয়াস অর্থে শব্দ।
শব্দময় এক দেশ আমাদের। নৈঃশব্দ এখানে বড়জোর একটা রূপকার্থক কথা। আর ঝড় বাংলাদেশে এমন কোনো চমকদার ঘটনা না যে তা নিয়ে কাবু হয়ে পড়তে হবে। প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা বরং খানিক কমে থাকতে পারে বাংলাদেশে, সামাজিক ঝড়ের কোনো পূর্বাভাসেরই দরকার নেই এদেশে। আর তা নিয়ে কেউ মোটেই কাবু থাকে না।
সাধারণভাবে বাংলাদেশে এবং বিশেষভাবে বিগত এক বছরের বাংলাদেশে, সড়ক থেকে মাঠঘাটে যতভাবে ও যে হারে মানুষজন হরেদরে বিচিত্র সব পদ্ধতিতে মারা পড়েন তাতে ঝড়ের পূর্বাভাস নেহায়েৎ বাড়াবাড়ি রূপক। এদেশে। এক্ষণে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।