আমাদের কথা খুঁজে নিন

   

নৈঃশব্দ প্রহরের খসড়া

আহসান জামান

১. অ্যাকুরিয়াম খেলা করে তোমার দু’চোখে রংচং দুনিয়া; রোদচশমায় আটকে যায় পারদ পোড়া দাগ। আর তুমি; হেঁটে হেঁটে হারাও আমার মননে, জলমগ্ন পাথুরে জীবন; দুঃখসহজাত, কষ্টের ঝড় ওঠে প্রত্যহ যাপনে। ২. বাড়াও দু’হাত; স্বপ্নভরপুর প্রহর ডাকে বাড়াও দু’হাত; একপা, দু’পা করে এগিয়ে এসো। স্পর্দ্ধার জানালায় উঠেছে অই রোদের হাসি প্রসন্নসকালময় কারুকাজ দিগ্বিদিক; এসো, সাহস উড়াই; আমরা দু'জনে। ৩. জলের শেষভাগে অবশিষ্ট বুদবুদ; কুঁড়িয়ে এনেছি ভোরের শেফালী তোমার বিশুষ্ক চোখের পাতায় পড়ে আছে কয়েকটি সময়ের সমষ্টি। একা ঘরের জানালায় খেলা করে বুনোবাতাসের দল; তানপুরার তারে বাজে বিচ্ছেদের গান। জলের শেষভাগে অবশিষ্ট বুদবুদ; তোমার শরীর থেকে খসে পড়ে তুমিহীন বিষণ্ণপ্রহর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।