আহমাদ ইউসুফ
ধ্যানমগ্ন ছিলাম আমি
এক অচ্ছ্যুত বালক
কপর্দকহীন, খ্যাতখেতে বেশবাশ
এভাবেই চলছিল আমার নৈঃশব্দ বাস।
যুগের পর যুগ পার হল
সন্দরী সব ললনার বিয়ে হয়ে গেল।
দুএকজন, ডাকসাইটে নয় এমন
নিষ্ফল চেষ্টায় অবশেষে হাল ছেড়ে দিল।
তবুও ভাঙল না ধ্যান, সব চেষ্টা বিফল
পাড়ার সব ছেলেরাও গেল
বিদেশ বিভূয়ে হয়ে দশ বছর পরে
ফিরে এল গায়ে, টাকার পাহাড় গড়ে।
আমি তো আজ¤œ খ্যাত
গো ধরে বসে আছি আজও ধ্যানমগ্ন
কে আসিবে মায়াভরা চোখে
গায়েতে জড়াবে কে দুহাত ধরে?
অপেক্ষা আজও উন্মূখ হয়ে
হৃদয় ঐশ্বর্য্য যার গোলাপ তটে।
যখন আসিবে প্রিয়তমা এক অনন্যা
তাইতো নিঃশব্দ আমার বড় চাওয়া।
এযে অলীক স্বপ্ন আমার
কেউ বলেনি কখনো, চাটুকার সব।
ধন্য রবে সবে উঠেছে মেতে
সহ¯্র ভুলের প্রায়শ্চিত্ত করে।
আমি তো মুক, বধির একজনা
অপেক্ষা, যদি ফিরে আসে সুরঞ্জনা।
এভাবেই কেটে যায় দিন-মাস-বছর
সেতো আসেনি, নেয়নি কোন খবর।
আজও ধ্যানমগ্ন আমি অচ্ছ্যুত বালক
প্রত্যাশা নতুন ভোরের
ঝরা, কান্তি সব মুছে একাকার
যদি কখনো ফিরে আসে প্রিয়তমা আমার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।