আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। আগামী ২৫ জুন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সব কয়টি ইউনিয়ন পরিষদে এক নাগারে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ হতে মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মেনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫২ জন, সাধারণ সদস্য পদে ৩৯১ জন এবং সংরতি মহিলা আসনে ১২২ জন। এর মধ্যে ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৮, সংরতি মহিলা সদস্য পদে ১৫ জন, ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪২, সংরতি মহিলা সদস্য পদে ১২ জন, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪৬, সংরতি মহিলা সদস্য পদে ১১ জন, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪২, সংরতি মহিলা সদস্য পদে ১৭ জন, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪২, সংরতি মহিলা সদস্য পদে ১৭ জন, ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৫৪, সংরতি মহিলা সদস্য পদে ১৬ জন, ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৮, সংরতি মহিলা সদস্য পদে ১২ জন, ৮নং কালীঘাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৯, সংরতি মহিলা সদস্য পদে ১২ জন ও ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩০, সংরতি মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখির করেছেন।
উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ৫২ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হলেন ১নং মির্জাপুর ইউনিয়নের মো. ফিরোজ মিয়া, আবু সুিফয়ান চৌধুরী, মো. শহীদ তালুকদার, আবু কামাল খায়রুজ্জামান, মো. ছুফি মিয়া, মো. আব্দুলা ও মো. সাইদ আলী। ২নং ভূনবীর ইউনিয়নের মো. চেরাগ আলী, মো. আব্দুর রশীদ ও আবুল বাশার। ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের মো. দুধু মিয়া, মো. আফজল হক, আজিজুর রহমান, এলেমান কবীর, মো. আছকর আলী, সুবিনয় দেব ও ভানু লাল রায়। ৪নং সিন্দুরখান ইউনিয়নে মো. আব্দুলা আল হেলাল, সৈয়দ জহির, মকছুদ আলী, মো. আব্দুর রউফ ও মো. সাইফুল আলম। ৫নং কালাপুর ইউনিয়নে আব্দুল হাই, মো. ফজলুর রহমান ফজলু, মো. শহীদুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল মতলিব ও মুজিবুর রহমান।
৬নং আশিদ্রোণ ইউনিয়নে মো. আলতাফুর রহমান, মো. আবুল হোসেন (জিলাদপুর), তাজ উদ্দিন, রনেন্দ্র প্রসাদ বর্ধন, মো. আনুয়ারুল হক, মো. মকছুদুর রহমান, মো. আবুল হোসেন (মোহাজেরাবাদ) ও মো. বদরুজ্জামান সেলিম। ৭নং রাজঘাট ইউনিয়নে সমরেশ গোয়ালা, মাখন লাল কর্মকার, বিজয় বোনার্জী ও রবার্ট টপ্প। ৮নং কালীঘাট ইউনিয়নে বাবুল রায়, শ্রী পরাগ রাড়ই, পরিমল শিং বাড়াইক, প্রাণেশ গোয়ালা, রানু কুমার দেব ও রাধা কান্ত তাঁতী। এবং ৯নং সাতগাঁও ইউনিউনে কান্তা লাল লালা, ডমনিক সরকার, মিলন শীল, রঘুনাথ দেব রিংকু, সীতারাম অলমিক ও হিরালাল কৈরী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।