আমাদের কথা খুঁজে নিন

   

এফডিসি শিল্পী সমিতি নির্বাচনে বিজয়ী চিত্রনায়িকা শাকিব খানের একটি একান্ত সাক্ষাতকারঃ (খবরকন্ঠ)।

... নায়িকা শাকিব খানের বৃহস্পতি অনেকদিন ধরেই তুঙ্গে। সম্প্রতি তার সাফল্যের তালিকায় নতুন যুক্ত হল এফডিসি শিল্পী সমিতি নির্বাচনের বিজয়। বিজয়ী হয়ে দারুন খুশি ঢালিউডের রানী, কুইন খান, শাকিব। আমাদের খবরকন্ঠের প্রতিবেদককে দিয়েছেন একটি এক্সক্লিউসিভ সাক্ষাতকার। ____________ খবরকন্ঠঃ ম্যাডাম, কেমন আছেন? শাকিবঃ মাশাল্লা, খুব ভাল আছি ভাইয়া।

খবরকন্ঠঃ এফডিসির ইলেকশনে তো জিতলেন। সরকারী প্রতিষ্ঠান। আচ্ছা ম্যাডাম, আপনার প্রিয় সরকারী প্রতিষ্ঠান কোন্‌টা? শাকিবঃ কেন, নির্বাচন কমিশন!! জানেননা, একমাত্র নির্বাচন কমিশনই আমাদের অধিকারের স্বীকৃতি দিয়েছে। আমরাও এখন থেকে ভোট্‌ দিতে পারব। খবরকন্ঠঃ একটা প্রশ্ন না করেই পারছি না।

অনেকদিন ধরেই আপনি ঢালিউড কুইন। আপনার এই রূপের রহস্য কি? শাকিবঃ হিহিহি। ভাইয়া। এটা তো বলা যাবে না খবরঃ তাও! কিছু যদি... শাকিবঃ আসলে সবই সিক্রেট! আমি নিজেও জানিনা। আমার বিউটি এক্সপার্ট বলতে পারবে।

আমি শুধু সকালে এক কেজি আপেলের বিষয়টাই জানি। আর ডায়েটিং তো করিই। বাজারের পঁচা উপটন নিই না। আর গ্লসি লিপস্টিক আমার একদম ভাল্লাগে না। আমি ড্রাই ইউজ করি।

খবরঃ আচ্ছা, আছা। শুকরিয়া। এবার বলেন তো, অভিনয়ের ক্ষেত্রে আপনার আইডল কে? মানে কাকে অনুসরন বা অনুকরন করেন? শাকিবঃ কেন! অ্যাশ!! খবরঃ ওয়াও। আচ্ছা, এবার বলেন তো, আপনার কোনও ড্রিম আছে কি না? শাকিবঃ ডি ক্যাপ্রিয়র বিপরীতে অভিনয় করা। আমার সারা জীবনের স্ব্প্ন... খবরঃ স্বপ্ন সত্যি হোক।

এত এত প্রাপ্তির মাঝেও কি কোনও অপ্রাপ্তি আছে? শাকিবঃ হ্যাঁ। জীবনে কোনওদিন লাক্স চ্যানেল আই সেরা সুন্দরী বিজয়ী হতে না পারা। যখনই মনে পরে, মনটা বিষন্ন হয়ে যায় ভাইয়া। খবরকন্ঠঃ আহ্‌হারে চুক চুক। যা হোক, ইয়ে, ম্যাডাম, আমরা তো বিনোদন সাংবাদিক, প্রায়ই কন্টাক্ট করতে হয়।

ম্যানেজার লোকটা খুব বদখত। সরাসরি কন্টাক্টের কোনও উপাই আছে কি? শাকিবঃ না ভাইয়া। ছেলেরা খুব ডিস্টার্ব করে। খবরকন্ঠঃ আহা। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম।

শাকিবঃ তোমাকেও ধন্যবাদ ভাইয়া। শাকিব খানের একটি খোলামেলা ছবি। ____________________________ একটি খবরকন্ঠ পরিবেশনা। (সর্বাধিক অপ্রচারিত দৈনিক)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।