অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ওগো মোর প্রেয়সী মোর প্রিয় হ্নদয়েশ্বরী এসো না কাছে কেটে যাক বিষাদ শর্বরী, ভালোবাসার নীল জোছনায় স্নাত হোও অন্তরের যত কষ্ট যত বেদনা ভুলে যাও। প্রানের মাঝে প্রান রেখে বলো প্রিয়া ভালোবাসি ভালোবাসি সমস্ত সত্তা দিয়া, জানবে না দুটি হ্নদয় বিচ্ছেদ কারে কয় দুটি আত্না এক সত্তা দুটি কুসুম এক বৃন্তময়। সতত যে মূর্ছনা দুটি প্রানেতে সতত ধ্বনিতো হয় সঁখি ভালো লাগা ভালোবাসা,ভালোবাসা তারে কয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।