ক্ষমতা,শক্তি , দম্ভ চিরদিন থাকেনা । আমেরিকা বিনা কারনে শুধুমাত্র মুসলমান হওয়ার কারনে পৃথিবীর আনাচে-কানাচে গনহারে মুসলমান হত্যা করেছে । মোড়লগিরি করে সারা বিশ্বকে অস্থির করে রেখেছিল । আজ সে অন্যায়ের মাসুল দেওয়ার সময় হয়েছে । আজ তাদের বড় বড় ঝলমলে শহর দেউলিয়া হয়ে যাচ্ছে ।
নিচের ডেট্রয়েট শহর দেখুন । কত নজরকাড়া । কিন্তু আজ সবই মাকাল ফল । দেউলিয়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প শহর ডেট্রয়েট
ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর নিজেকে দেউলিয়া দাবি করেছে। ঘোষিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহৎ একটি শহর দেউলিয়া হওয়ার ঘটনা ঘটবে।
জেফারশন কাউন্টি, অরেঞ্জ কাউন্টির অতীত রেকর্ড ভেঙে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক সময়ের শিল্পায়নের প্রতীক। অতীতে ডেট্রয়েটের মতো এতো বড় শহরে লালবাতি জ্বলেনি!
কয়েক দশক ধরে অব্যবস্থাপনা আর শিল্প উৎপাদন কমে যাওয়া সমস্যার ঘোরাপাক খাচ্ছে ডেট্রয়ট। ওয়াশিংটন থেকে বিবিসির সংবাদদাতা জানান, শহরের সরকারি চাকরি প্রায় ধসের কাছে। ৭০ হাজার প্রপার্টি পরিত্যক্ত।
এক সময়ে বিকাশমান অটোমোবাইল শিল্পের জন্য ‘মোটর সিটি’ খেতাবধারী ডেট্রয়েট কর্তৃপক্ষ শহরের কার্যক্রম অব্যাহত রাখতে গত মাসে ঋণ পরিশোধ বন্ধ করে দেয়।
ওই সময় মিশিগান রাজ্যনিয়োজিত এমার্জেন্সি ম্যানাজার অর আমানতকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান।
হাড়ির ভাতের খবর জানতে ভাত একটি টিপলেই যথেষ্ট । এক এই শহর দিয়ে বুঝা যায় আজ আমেরিকা কিসের পথে । সেদিন বেশিদিন দূরে নয় যেদিন এই আমেরিকা হবে সারা বিশ্বে বিশ্বফকির । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।